অবশেষে মুন্সীগঞ্জ হাসপাতালে এল উচ্চমাত্রার অক্সিজেন যন্ত্র

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রথম ‘হাই ফ্লো নেইজল ক্যানুলা’ উচ্চমাত্রার অক্সিজেন প্রদানের এ যন্ত্র উপহার দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2021, 04:21 PM
Updated : 11 July 2021, 04:21 PM

রোববার দুপুরে শহরের কোর্টগাঁও মুন্সীবাড়ির এক ব্যাংকারের কাছ থেকে সেটি গ্রহণ করেন সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।

এ হাসপাতালে প্রথম এটিই করোনাভাইরাস আক্রান্ত জটিল রোগীর চিকিৎসায় অতি প্রয়োজনীয় ‘হাই ফ্লো নেইজল ক্যানুলা’।

হাসপাতালটির করোনা ইউনিটের সমন্বয়ক ডা. জোবায়ের ইসলাম জানান, হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন হলেও ‘হাই ফ্লো নেইজল ক্যানুলা’ যন্ত্রটির অভাবে রোগীদের উচ্চমাত্রায় অক্সিজেন দেওয়া যাচ্ছিল না।

এটির মাধ্যমে মিনিটের ৭০ লিটার হারে অক্সিজেন দেওয়া সম্ভব হবে। আর সাধারণভাবে মাত্র ৫ থেকে ১০ লিটার অক্সিজেন দেওয়া সম্ভব বলে জানান তিনি।

এ যন্ত্র হস্তান্তর কালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মুন্সী ও শিল্পপতি মুহাম্মদ মঈনুদ্দিন মাসুদ প্রমুখ।