বগুড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুছাত্রীর

বগুড়ার শেরপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই স্কুলছাত্রী প্রাণ হারিয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2021, 04:19 PM
Updated : 11 July 2021, 04:19 PM

রোববার দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে এই ঘটনা ঘটে।

এরা হলো উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে মোছা. জিমি খাতুন (১২) ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বেলতলা সুমন মিয়ার মেয়ে মিম আক্তার (১৩)। 

তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। দুজনই স্থানীয় ভীমজানি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, মিমের বাবা-মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। তাই ভাটরা গ্রামে নানা সুমন আলীর বাড়িতে থেকে পড়াশোনা করত সে।

“বেলা ১১টায়  ওই দুই স্কুলছাত্রী অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে সাঁতার না জানা জিমি খাতুন পানিতে ডুবে যায়। তাকে ধরতে গিয়ে মিমও পানিতে তলিয়ে যায়।”

ওসি জানান, এ সময় অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পাশাপাশি স্থানীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীদের সংবাদ দেওয়া হয়।

“কিন্তু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই নিখোঁজ শিক্ষার্থীদের লাশ ভেসে ওঠে।”

ভাটরা গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, “বাড়ি থেকে শিশু-কিশোরদের চিৎকার চেঁচামেচি শুনতে পাই। পানিতে ডুবে যাওয়া ওই দুই শিশুদের উদ্ধারে বহু চেষ্টা করেও কিছু করা যায়নি।”