শেরপুরের উপজেলায় ফের টিকাদান শুরু হচ্ছে

শেরপুরের চার উপজেলায় সোমবার থেকে আবার কোভিড-১৯ টিকাদান শুরু হচ্ছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2021, 03:28 PM
Updated : 11 July 2021, 03:28 PM

রোববার চীনের তৈরি ২০ হাজার ৮০০ ডোজ টিকা হাতে পেয়ে সিভিল সার্জন ডা. আনওয়ারুর রউফ এ কথা জানান।

এদিন সকালে বেক্সিমকো ফার্মার ফ্রিজার ভ্যানে শেরপুরের সিভিল সার্জন কার্যালয়ে এসব টিকা এল। এ দিয়ে ১০ হাজার ৪০০ জনকে দু ডোজ করে দেওয়া যাবে।

ডা. আনওয়ারুর জানান, শেরপুর জেনারেল হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে টিকাদান কর্মসূচি আগেই শুরু করা হয়েছে। সেখানে প্রতিদিন ৪০০ জনকে টিকা দেওয়া হচ্ছে।

এসব নতুন টিকা ৪টি উপজেলায় ভাগ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে উপজেলা পর্যায়েও টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলেন তিনি।

এ পর্যন্ত জেলায় ৫৬ হাজার ৩৯১ জনকে করোনা টিকা প্রদান করা হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩৪ হাজার ৬৬০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ হাজার ৭৩১ জন।