রংপুর বিভাগে কোভিডে প্রাণহানি ২১, শনাক্ত ৭৪৮

রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক দিনে ২১ জন মারা গেছে; কোভিড সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৪৮ জনের দেহে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2021, 02:24 PM
Updated : 11 July 2021, 02:24 PM

রোববার রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুর জেলার ৬ জন, দিনাজপুরের ৫ জন, গাইবান্ধার ৩ জন, কুড়িগ্রামের ২ জন, ঠাকুরগাঁওয়ের ২ জন, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় জেলার এক জন করে রয়েছে।

এ নিয়ে গত দশ দিনে বিভাগে করোনায় ১৩৪ জন প্রাণ হারাল বলে জানান তিনি।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানা গেছে, করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে শনিবার (১০ জুলাই) পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৭৫ হাজার ১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩২ হাজার ৭১৬ জন পজিটিভ শনাক্ত হয়েছে।

নতুন ২১ জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছ ৬৫৩।