‘চাঁদাবাজি’: জয়পুরহাটে পুলিশের এসআই প্রত্যাহার

পুলিশের শৃংখলা ভেঙে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার অভিযোগে জয়পুরহাটে পুলিশের এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2021, 12:05 PM
Updated : 11 July 2021, 12:05 PM

প্রত্যাহার হওয়া রাফি হাসান কালাই থানায় এসআই পদে কর্মরত ছিলেন।

রোবাবার দুপুরে জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, প্রত্যাহার করে ওই এসআইকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, “কর্মস্থল এলাকার বাইরে কাউকে না জানিয়ে যাওয়ায় এবং স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে ক্লোজ করা হয়েছে।”

বিভাগীয় তদন্ত করে তাকে শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি।

আটাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় এসআই রাফি হাসান পাঁচবিবি থানা এলাকার হিলি-চাঁনপাড়া সড়কে সিএনজিসহ বিভিন্ন পরিবহনে চাঁদা তুলছিলেন। এ সময় একটি সিএনজি আটকে এক যাত্রীকে হাতকড়া লাগিয়ে টাকার কথা বলছিলেন।

“বিষয়টি দেখে স্থানীয়রা পাঁচবিবি থানা পুলিশকে জানালে পুলিশ এসে তাকে আটক করে।”