করোনাভাইরাসে ৭, উপসর্গ নিয়ে একদিনে ১৭ মৃত্যু বগুড়ায়

বগুড়ায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত সাতজনের মৃত্যু হয়েছে। এসময় উপসর্গ নিয়ে আরও দশজন মারা গেছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2021, 07:35 AM
Updated : 11 July 2021, 07:35 AM

শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয় বলে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান। 

করোনাভাইরাসে মৃতরা হলেন- বগুড়া সদরের মোজাম্মেল (৭৫), ধুনটের সহুরা বেগম (৬৫), শিবগঞ্জের মহিউদ্দীন (৭২), সিরাজগঞ্জের জিয়াউল হক (৬৫), নওগাঁর বজলুর রশিদ (৫৩), গাইবান্ধার  মুরাদ (৪৫) ও নাটোর মিনা খানম(৫৫)।

তুহিন বলেন, করোনাভাইরাসে জেলায় নতুন করে আরও ১৮৩ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৪৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া জেলায় এ পর্যন্ত মোট ১৫ হাজার ৭০৭ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৫৩৫ জন এবং মারা গেছেন ৪৬৭ জন।

এছাড়া ১ হাজার ৭০৫ জন চিকিৎসাধীন রয়েছেন।