বান্দরবানে কোভিড আক্রান্ত প্রসূতির মৃত্যু

বান্দরবানে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এক প্রসূতির মৃত্যু হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2021, 03:54 PM
Updated : 10 July 2021, 03:54 PM

শনিবার সকালে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন চিকিৎসক।

এ নিয়ে বান্দরবান জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ছয় জনের মৃত্যু হয়েছে।

প্রয়াত উম্রানু মারমা (১৭) রূপসীপাড়া ইউনিয়নে ধুঅং পাড়ার বাসিন্দা ছিলেন।

লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মহিউদ্দিন মাজেদ চৌধুরী জানান, ৬ জুলাই অসুস্থ অবস্থায় রূপসীপাড়ার এক নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। করোনাভাইরাসের পাশাপাশি ম্যালেরিয়ায় আক্রান্ত এ নারী শনিবার সকালে মারা যান।

স্বাস্থ্যবিধি মেনে লামা কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে এ নারীর ধর্মীয় মর্যাদায় অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে জেলা সিভিল সার্জন অংসুইপ্রু মারমা জানান, এ পর্যন্ত ৮ হাজার ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১ হাজার ২৩০ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯১ জন।

এছাড়া আক্রান্তদের মধ্যে বান্দরবান সদর হাসপাতালে ১৮ জন, লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন, আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।