গোপালগঞ্জে শনাক্তের হার ৬৩ শতাংশের বেশি

গোপালগঞ্জে করোনাভাইরাস সংক্রমণের হার আবার বেড়ে ৬৩ শতাংশ ছাড়িয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2021, 03:18 PM
Updated : 10 July 2021, 03:18 PM

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, শুক্রবার ভোর ৬ থেকে শনিবার ভোর ৬টা এই ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে ২২৯টি নমুনা পরীক্ষায় ১৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদিনের শনাক্তের হার ৬৩ দশমিক ৩২ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় যা ছিল ৪২ দশমিক ৭৭ শতাংশ এবং তার আগের দিন ছিল ৬৯ দশমিক ১৬ শতাংশ বলেন তিনি।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার এস.এম সাকিবুর রহমান বলেন, জুন মাসে গোপালগঞ্জে শনাক্তের হার ছিল ৩৩%। জুলাই মাসের শুরুতেই সংক্রমণের হার উদ্বেগ জনক হারে বৃদ্ধি পাচ্ছে।

গোপালগঞ্জ জেলায় এ পর্যন্ত ২৮ হাজার ৪৩৩ নমুনা পরীক্ষায় ৬ হাজার ৭৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জেলায় মোট সুস্থ হয়েছেন ৪৬০৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৩৯ জন।

এছাড়া এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ জেলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে সিভিল সার্জন জানান। এ নিয়ে গোপালগঞ্জে করোনায় ৬৭ জনের মৃত্যু হল।