সিলেটে মানবিক সাহায্যের নামে প্রতারণা, গ্রেপ্তার ২

সিলেটে ফেইসবুকের মাধ্যমে মানবিক সাহায্যের নামে মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করে  আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2021, 09:35 AM
Updated : 10 July 2021, 09:57 AM

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সিলেটের সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান জানান, শুক্রবার রাতে সিলেটের ওসমানীনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-  ওসমানীনগর থানার ইলাশপুর দক্ষিণ গ্রামের আব্দুল গিয়াস খানের ছেলে  মো. জাফরান খান (১৯) ও একই উপজেলার নিজকরনসী উত্তর পাড়া গ্রামের মো. সুফি মিয়ার ছেলে তারেক হোসেন (২১) ।

পুলিশ কর্মকর্তা খালেদ-উজ-জামান বলেন, বিভিন্ন রোগে আক্রান্ত এমন অসুস্থ একাধিক শিশুর ছবি ফেইসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করে তাদের চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন করে আসছিলেন ওই দুইজন। বিভিন্ন গ্রুপে আলাদা নামে সাহায্যের আবেদন করলেও একই মোবাইল ফোন নম্বর দেওয়ায় বিষয়টি পিবিআইয়ের নজরে আসে। প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, তারা কত টাকা আত্মসাৎ করেছেন সেই তথ্য চেয়ে আদালতের মাধ্যমে বিকাশ ও নগদ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। তাদের মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে।

এ ঘটনায় পিবিআই এসআই লিটনচন্দ্র বাদী হয়ে ওসমানীনগর থানায় সাইবার আইনে মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।