ময়মনসিংহ মেডিকেলে কোভিডে একদিনে ৬ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন আক্রান্ত ছিলেন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2021, 08:22 AM
Updated : 10 July 2021, 08:22 AM

শনিবার  সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, বাকি ছয়জন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।

এনিয়ে এ পর্যন্ত কোভিড ইউনিটে করোনাভাইরাসে ২০৩ জন এবং উপসর্গ নিয়ে ৭৪১ জনের মৃত্যু হল।

কোভিডে মৃতদের মধ্যে ময়মনসিংহের দুইজন, জামালপুরের দুইজন, টাঙ্গাইল ও নেত্রকোণায় একজন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের পাঁচজন এবং টাঙ্গাইলের একজন।

চিকিৎসক মুন বলেন, আইসিইউর ২১ জনসহ ময়মনসিংহ মেডিকেলে ৪১৭ জন চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি হয়েছেন ৭৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মেহাম্মদ নজরুল ইসলাম জানান, করোনাভাইরাসে জেলায় এ পর্যন্ত ৯৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেষ্টে ৪২৯ জনের নমুনা পরীক্ষায় ১৫৪ জনের শরীরের এ ভাইরাস শনাক্ত হয়েছে।