কোভিডে বগুড়ায় ৫, খাগড়াছড়িতে ১ মৃত্যু

কোভিডে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় আরও পাঁচজন আর খাগড়াছড়িতে একজনের মৃত্যু হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধিবগুড়া ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2021, 07:06 AM
Updated : 10 July 2021, 07:06 AM

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত তারা মারা যান বলে চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন শনিবার সকালে অনলাইন ব্রিফিংয়ে বলেন, তার জেলায় মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই পাঁচজন মারা গেছেন। তাদের বয়স ৪৭ থেকে ৬৮ বছরের মধ্যে। তাছাড়া একই সময়ে এসব হাসপাতালে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আটজন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৯৭ জন।

শুক্রবার জেলায় আরও ৩২৮ জনের পরীক্ষায় ২৯ দশমিক ৫৭ শতাংশ শনাক্ত হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, জেলায় এ পর্যন্ত মোট ১৫ হাজার ৫২৪ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৫০ জন। মারা গেছেন ৪৬০ জন।

একই সময়ে খাগড়াছড়িতে মারা গেছেন একজন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা বলেন, তাদের হাসপাতালে গত ২৪ ঘণ্টায় একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। তারা শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। তাদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে।