কোভিডে ডাক্তারের মৃত্যু;  স্ত্রী ও চিকিৎসক মেয়েও আক্রান্ত

টাঙ্গাইলে করোনাভাইরাসে এক চিকিৎসক মারা গেছেন; তার স্ত্রী ও চিকিৎসক মেয়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2021, 06:04 PM
Updated : 10 July 2021, 02:04 AM

শুক্রবার  বিকালে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মে‌ডিকেল অফিসার মো. মাজেদ আলী মিয়া (৫৮) মারা যান।

টাঙ্গাইল সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি মারা গেছেন বলে আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শফিকুল ইসলাম সজীব জানান।

ডা. শফিকুল ইসলাম সজীব বলেন, মাজেদ আলী মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। স্ত্রী ও চিকিৎসক মেয়েসহ তিনি বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

“অবস্থার অবনতি হলে মাজেদ আলী ও তার স্ত্রীকে জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে মাজেদ আলী মারা যান।”

তার স্ত্রী নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন বলে জানান সজীব।

মাজেদ আলীর বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সিংজোড়া গ্রামে। তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।