যশোরে শ্মশানে সৎকারে বাধা, কারণ কোভিডে মৃত্যু

যশোরে এক ব্যক্তির কোভিডে মৃত্যু হওয়ায় শ্মশানে সৎকারে বাধা দেওয়া হয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2021, 12:23 PM
Updated : 9 July 2021, 12:23 PM

পরে মুসলিম স্বেচ্ছাসেবীরা সৎকার করেছেন বলে জানিয়েছেন জেলার মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যার নাজমা খানম।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের সাতনল গ্রামের প্রফুল্ল সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৬২ বছর।

প্রফুল্ল সরকারের ছেলে শেখর সরকার বলেন, পরীক্ষায় তার বাবার করোনাভাইরাস ধরা পড়েছিল। মৃত্যুর পর বাবার মরদেহ সৎকারের জন্য আত্মীয়-স্বজন অথবা এলাকার কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে স্বেচ্ছাসেবী সংস্থা তাকওয়া ফাউন্ডেশনের কয়েকজন সদস্য আসেন।

“তারা মরদেহ নিয়ে যান মনিরামপুর পৌর এলাকার তাহেরপুর শ্মশানে। সেখানে সৎকারে বাধা দেন শ্মশানের তত্ত্বাবধায়ক শুশীল মণ্ডল ও তার লোকজন।”

পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম ও পৌরসভার কাউন্সিলর বাবুলাল চৌধুরীর হস্তক্ষেপে অনুমতি মেলে।

শেখর বলেন, “অনুমতি মিললেও সম্প্রদায়ের কেউ সৎকারে এগিয়ে আসেননি। পরে তাকওয়া ফাউন্ডেশনের সদস্যরা চিতা সাজিয়ে সৎকারকাজ সম্পন্ন করেন।”

তবে সৎকারে বাধা দেওয়ায় দুঃখ প্রকাশ করেছেন শ্মশান কমিটির সাধারণ সম্পাদক তুলসি বসু।

তিনি বলেন, “মূলত আতংকের কারণে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটেছে।”

উপজেলা পরিষদ চেয়ারম্যার নাজমা খানম বলেন, “তাকওয়া ফাউন্ডেশনের সদস্যরা মুসলমান হয়েও হিন্দু সম্প্রদায়ের মৃতদেহ সৎকার করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।”