মৌলভীবাজারে এবার মিলল মাথার খুলি

মৌলভীবাজারে এক নারীর হাত, পা ও ধরের পর এবার একটি মাথার খুলি পাওয়া গেছে, যেটি ওই নারীর বলে ধারণা করা হচ্ছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2021, 06:13 PM
Updated : 8 July 2021, 06:13 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল মির্জাপুরের সাইফ চা বাগানের একটি পরিত্যক্ত জায়গায় এই খুলি পাওয়া যায়।  

শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন বলেন, স্থানীয় চা শ্রমিকরা বাগানে কাজ করতে গিয়ে বাগানের ভিতরে একটি পরিত্যক্ত জায়গায় মানুষের মাথার খুলি দেখতে পান।

“বাগান থেকে ফোন করে থানায় জানালে পুলিশ গিয়ে সন্ধ্যায় খুলিটি থানায় নিয়ে আসে।”

তিনি বলেন, যেহেতু ওই এলাকার আশপাশেই অজ্ঞাত এক নারীর অনান্য অঙ্গগুলো পাওয়া গেছে, তাই ধারণা করা যাচ্ছে এটিও ওই নারীর মাথার খুলিই হবে। তবে এখনও একটি পা পাওয়া যায়নি।

এই মাথার খুলির ডিএনএ পরীক্ষা করেও দেখা হবে বলে জানান ওসি নয়ন।

গত ২১ জুন সকালে শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাচাউন গ্রামে একটি কচু ক্ষেতে পা ও উরু পাওয়া যায়। ওইদিন বিকালে এর প্রায় দেড় কিলোমিটার দূরে দুই বাঁশ ঝাড়ে পাওয়া যায় দুটি হাত। পরদিন ২২ জুন প্রায় ৮ কিলোমিটার দূরে বৌলাছড়ার পাহাড়ি এলাকায় পাওয়া যায় গলা থেকে কোমরের অংশ।