নীলফামারীতে উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার ওপরে

নীলফামারীতে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপদ সীমা ছাড়িয়ে গেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2021, 03:12 PM
Updated : 8 July 2021, 05:17 PM

বৃহস্পতিবার রাত ৯টায় ডালিয়া পয়েন্টে এ নদীর পানি বিপদসীমা ৫২ দশমিক ৬০ মিটারের ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। সন্ধ্যায় তা এ সীমার ছয় সেন্টিমিটার নিচে ছিল বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ সূত্র জানায়, উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বৃহস্পতিবার সকাল ৬টায় বিপদ সীমার ২৩ সেন্টিমিটার, সকাল ৯টা ও বেলা ১২টায় ২০ সেন্টিমিটার, বিকাল ৩টায় ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

এরপর ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সন্ধ্যা ৬টা থেকে বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টায় তিস্তা নদীর উজানে ভারতের দোমহনী পয়েন্টে বিপদসীমার (৮৫ দশমিক ৯৫ মিটার) ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এরপর নদীর পানি কমে সেখানে বিকাল ৩টায় ৭ সেন্টিমিটার (৮৫ দশমিক ৮৮ মিটার) এবং সন্ধ্যা ৬টায় আরও কমে ২০ সেন্টিমিটার (৮৫ দশমিক ৭৫ মিটার) নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। 

নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন জানান, ভারতের দোমহনীতে তিস্তা পয়েন্টে পানি বৃদ্ধির ফলে ভাটিতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ব্যারাজের ৪৪টি গেইট খুলে সতর্কাবস্থায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড।

তিনি বলেন, নদীর পানি বিপদসীমা অতিক্রম করলে নদীর তীরবর্তী কিছু চর গ্রাম প্লাবিত হবে। তবে দ্রুত পানি ভাটির দিকে নেমে যাবে।