রাজশাহীতে দোকান খোলার দাবিতে ব্যবসায়ীরা রাস্তায়

লকডাউন প্রত্যাহার করে ঈদের আগে দোকানপাট খুলে দেওয়ার দাবিতে রাজশাহীতে  রাস্তায় নেমে বিক্ষোভ-সমাবেশ করেছেন ব্যবসায়ী-কর্মচারীরা।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2021, 10:23 AM
Updated : 8 July 2021, 06:50 PM

রাজশাহী শহরের আরডিএ মার্কেটের সামনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় তারা ‘ভাত দে ভাত দে, নইলে লকডাউন তুলে নে’ বলে শ্লোগান দেন।

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ সভাপতি হারুন অর রশিদ কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, রাজশাহীতে প্রায় এক মাস ধরে লকডাউন চলছে। কিন্তু তারা কোনো প্রণোদনা পাননি।

“হাজার হাজার শ্রমিক নিয়ে পোশাকসহ বড় বড় কল-কারখানা চলতে পারে। তাহলে আমরা কেন ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে পারব না? স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপলক্ষে দোকানপাট খোলার দাবি জানাই আমরা।”

রাজশাহী বস্ত্র মালিক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, আরডিএ মার্কেট মালিক সমিতির সভাপতি তাপস মিয়াসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা-কর্মী ও কর্মচারীরা কর্মসূচিতে যোগ দেন।

ঈদের পর থেকে রাজশাহীতে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় গত ১১ জুন থেকে সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে প্রশাসন। পরে মেয়াদ বাড়ানো হয়, যা এখনও চলছে।