কোভিড: বগুড়ায় একদিনে ৪ মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত চারজন মারা গেছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2021, 06:44 AM
Updated : 8 July 2021, 07:20 AM

এরা হলেন- বগুড়ার শিবগঞ্জের মেহেরুন্নেসা (৬২), আবু বকর (৭৯), জয়পুরহাটের  রাবেয়া (৭৫) ও বগুড়া সদরের আব্দুল জলিল (৮৫)।

বৃহস্পতিবার সকালে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, এ সময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আটজন।

করোনাভাইরাসে মারা যাওয়া চারজনের মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে একজনের, দুজনের টিএমএসএস  হাসপাতালে এবং সদরে নিজ বাড়িতে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ৩ জন এবং মোহাম্মদ আলী হাসপাতালে ৫ জন ভর্তি ছিলেন বলে ডা. তুহিন জানান।

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৭৩ নমুনা পরীক্ষা করে ১৭২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে জানিয়ে ডেপুটি সিভিল সার্জন বলেন, এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৫৭ জনে দাঁড়িয়েছে।

এছাড়া সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৫০ জন। আর নতুন করে চারজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৪৪৬ জনে ঠেকেছে। আর বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৫৬১ জন।