রাজশাহী মেডিকেলে কোভিডে আরও ৮ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিডে আরও আটজনের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2021, 04:56 AM
Updated : 8 July 2021, 04:57 AM

তাছাড়া কোভিডের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা মারা যান বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর নয়জন। তাদের ১৪ জন পুরুষ আর চারজন নারী। আটজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন এবং ৩১ থেকে ৪০ বছরের বয়সের দুইজন রয়েছেন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৮ জন। বৃহস্পতিবার সকালে কোভিড ইউনিটে ৪৫৪ বেডের বিপরীতে চিকিৎসাধীন ছিলেন ৪৮৫ জন। আর আইউসিইউতে ছিলেন ২০ জন।

বুধবার রাজশাহী জেলায় শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৫৭ শতাংশ আর তার আগের দিন ছিল ২১ দশমিক ৯২ শতাংশ, জানিয়েছেন শামীম ইয়াজদানী।