কিশোরগঞ্জে এক দিনে কোভিডে আরও ৪ মৃত্যু

কিশোরগঞ্জে এক দিনে করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে; নতুন আক্রান্ত হয়েছেন ১১৫ জন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2021, 09:13 AM
Updated : 7 July 2021, 09:13 AM

বুধবার সকাল গত ২৪ ঘণ্টায় তারা মারা যান বলে জেলার সিভিল সার্জন  মো. মুজিবুর রহমান জানান।

তিনি বলেন, তাদের তিনজন পুরুষ আর একজন নারী। তাদের দুইজন সদর উপজেলার আর দুইজন তাড়াইল উপজেলার। এ নিয়ে এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৯৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় আক্রান্ত হয়েছেন ১১৫ জন। আর এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৫৮৫ জন।

সিভিল সার্জন বলেন,  সদর উপজেলায় সর্বোচ্চ ৭৩১ জন এবং দ্বিতীয় সর্বোচ্চ ভৈরবে ১২৪ জন কোভিড রোগী চিকিৎসাধীন আছেন। আক্রান্ত হয়ে সদর উপজেলায় সর্বোচ্চ ৩৫ এবং ভৈরবে ২১ জনের মৃত্যু হয়েছে। 

জেলার একমাত্র করোনাভাইরাস ডেডিকেটেড হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক অনুপম ভট্টাচার্য্য বলেন, বর্তমানে এ হাসপাতালে ১২১ জন কোভিড রোগী সাধারণ শয্যায় আর সাতজন আইসিইউতে চিকিৎসাধীন আছেন।