সিলেটে কোভিডে এক দিনে রেকর্ড ৯ মৃত্যু

সিলেট বিভাগে কোভিডে এক দিনে রেকর্ড নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬২ জন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2021, 09:00 AM
Updated : 7 July 2021, 09:00 AM

বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা মারা যান বলে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সুলতানা রাজিয়া জানান।

তিনি বলেন, মৃত নয়জনের মধ্যে সাতজন সিলেট জেলার। অন্য দুইজন মৌলভীবাজারের ও সুনামগঞ্জের। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে ৫০২ জনের মৃত্যু হল। তাদের মধ্যে সবচেয়ে বেশি সিলেট জেলার ৪০৭ জন। এর আগে কখনও সিলেট বিভাগে কোভিডে এক দিনে নয়জনের মৃত্যু হয়নি।

গত ২৪ ঘণ্টায় বিভাগে ৩৬২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে সবচেয়ে বেশি সিলেটের রয়েছেন ২৬৪ জন। অন্যরা সুনামগঞ্জ, হবিগঞ্জ ও  মৌলভীবাজারে। এ পর্যন্ত বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৭১৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি সিলেটে ১৮ হাজার ২৭৬ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৮ জন, মৌলভীবাজারে ১০ জন ও সুনামগঞ্জে নয়জন।

বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালে মোট ৪৯২ জন রোগীকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ৪৪৪ জন। অন্যরা আছেন সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১২৫ জন। তার মধ্যে সিলেটের রয়েছেন ১১৪ জন। তাছাড়া সুনামগঞ্জের ১০ ও হবিগঞ্জে একজন সুস্থ হয়েছেন।