ব্রাহ্মণবাড়িয়ায় ‘হাঁস, ডিম চুরি’ নিয়ে হামলা, আহত ৬

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় হাঁস ও ডিম চুরি নিয়ে কথাকাটাকাটির জেরে হামলায় ছয় জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2021, 06:15 PM
Updated : 6 July 2021, 06:15 PM

মঙ্গলবার সন্ধ্যায় মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন জাকির (৩৫), ছোট নাছির (২৮), বড় নাছির (৩২), মাসুদ (২৫), মারফত আলী (৭৫) ও কানু মিয়া (৫৫)।

তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের স্বজনরা জানিয়েছেন, বিকালে মৈন্দ গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন জাকির মিয়ার হাঁসের খামার থেকে স্থানীয় এক ব্যক্তি হাঁস ও হাঁসের ডিম চুরি করার চেষ্টা করেন। এ নিয়ে জাকিরের সঙ্গে ওই ব্যক্তির বাকবিতণ্ডা হয়।

এর জেরে সন্ধ্যায় ওই ব্যক্তিসহ আরও কয়েকজন জাকিরের ওপর হামলা করে। এ সময় জাকিরকে বাঁচাতে গিয়ে ছোট নাসির ও বড় নাছিরসহ ছয় জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, “হাঁস নিয়ে মারামারি করে কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”