ভোলায় কোরবানিতে ‘চাহিদার চাইতে গরু বেশি’

দ্বীপ জেলা ভোলায় আসন্ন কোরবানিতে বিক্রির জন্য চাহিদার চাইতে বেশি গরু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2021, 03:58 PM
Updated : 6 July 2021, 03:58 PM

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মণ্ডল জানান, এ বছর জেলায় কোরবানির জন্য ১ লাখ ৬ হাজার ৯৫৪টি গরু প্রস্তুত রাখা হয়েছে।

এ জেলায় কোরবানিতে ‘এক লাখ দুই হাজার ৬০টি পশুর চাহিদার’ কথা উল্লেখ করে তিনি বলেন, “সেখানে চাহিদার চেয়েও প্রায় ৫ হাজার গরু বেশি রয়েছে।”

গতবারের ছোট আকারের অভিজ্ঞতার ভিত্তিতে এবার বড় আকারে অনলাইনে কোরবানির পশু বিক্রির উদ্যোগও নিয়েছে এ অধিদপ্তর।

তিনি বলেন, জেলায় আটটি অনলাইন পশুর হাট খুলেছি, সেখানে কেনা-বেচা যাবে। জেলা সদরে একটি এবং সাত উপজেলায় সাতটিসহ অনলাইন পশুরহাট খোলা হয়েছে। এসব হাটে গরুর ছবি, ওজন, দাম এবং বিক্রেতার নামসহ মোবাইল নম্বর দেওয়া হয়েছে।

ফেইসবুক পেজে গিয়ে ‘অনলাইন পশুরহাট ভোলা’ নামে সার্চ করলে অনলাইন পশুরহাটে প্রবেশ করে গরু-কেনা-বেচা করা যাবে।

তাছাড়া প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যসম্মত গরু পালনের জন্য জেলার ২ হাজার ৯৭৫ জন খামারির মধ্যে ১৭৫ জন খামারিকে প্রশিক্ষণ দিয়েছেন তারা।

পাশাপাশি পশুরহাটে ২২টি ভেটরিনারি টিম কাজ করবে। কেউ অবৈধভাবে মোজাতাজা করে গরু হাটে আনলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও করেন তিনি।

লকডাউন উঠে গেলে এবং করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমলে জেলা জুড়ে ৯৩টি স্পটে পশুরহাট বসানোর প্রস্তুতি নেওয়াও হয়েছে।