করোনাভাইরাস: বগুড়ায় একদিনে আটজনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে; যাদের মধ্যে আটজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন এবং বাকিদের উপসর্গ ছিল।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2021, 08:35 AM
Updated : 6 July 2021, 08:35 AM

মঙ্গলবার অনলাইন ব্রিফিংয়ে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৪৩৭ জনের মৃত্যু হল।

মৃত আটজন হলেন- গাইবান্ধা জেলার রেহানা (৯০), নওগাঁর মুসলেমা (৪০) ও রহমান সরকার (৬৩), জয়পুরহাটের মোর্শেদা (৪০), তবিবর (৬৮) ও বাবু (৩৫) এবং বগুড়া শিবগঞ্জের দুলাল (৮৫) ও আজাহার (৫০)। 

এদের মধ্যে আজাহাজের মৃত্যু হয়েছে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায়। আর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে ৩ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ৩ জন ও টিএমএসএস হাসপাতালে ১ জন মারা গেছেন।

এছাড়া একই দিনে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ২ জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে, ৮ জন মোহাম্মদ আলী হাসপাতালে এবং ১ জন টিএমএসএস হাসপাতালে ভর্তি ছিলেন বলে ডেপুটি সিভিল সার্জন জানান।

তিনি বলেন, এ নিয়ে জেলায় গত ২৪ ঘণ্টায় ৮১০ নমুনা পরীক্ষা করে ২৩৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। যার শনাক্তের হার ২৯ দশমিক ৩৮ শতাংশ।

জেলায় এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৯৩১ জনে দাঁড়াল। এছাড়া সুস্থ হয়েছে ১৩ হাজার ৮৩ জন। আর চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৪১৩ জন।