গাইবান্ধায় ঘরে আগুন লেগে পুড়ে মৃত্যু গৃহবধূর

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে এক গৃহবধু মারা গেছেন।

গাইবান্ধার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2021, 12:58 PM
Updated : 5 July 2021, 12:58 PM

উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া গুচ্ছ গ্রামে গত রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহনাজ বেগম (৪২) রামডাকুয়া গুচ্ছ গ্রামের মন্টু মিয়ার স্ত্রী।

বেলকা ইউনিয়ন পরিষদ চেযারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ জানান, রোববার রাতের খাবার খেয়ে শাহনাজ বেগম ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তার ওই ঘরে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এ সময় গায়ে আগুন লাগায় ঘুম থেকে জেগে দরজা খুলে বের হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শাহনাজ।

তখন চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, স্বজনরা শাহনাজকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে রংপুর পাঠিয়ে দেয়। সোমবার ভোররাতে রংপুর মেডিকেল কলেজ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে শাহনাজ বেগমের ঘরে আগুনের সূত্রপাত হয়।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ এবং উপজেলা প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল নিহত শাহনাজ বেগমের বাড়ি পরিদর্শন করেন এবং তার পরিবারকে ২ বান্ডিল টিন এবং ১০ হাজার টাকা প্রদান করেন।