কোভিড: ফরিদপুরে ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু

ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত এবং আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2021, 12:44 PM
Updated : 5 July 2021, 12:44 PM

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই ১২ ব্যক্তির মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম সোমবার বলেন, এদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয় দুজনের। বাকি ১০ জনের উপসর্গ ছিল।

মেডিকেল কলেজের আইসিইউতে এখন চিকিৎসাধীন রয়েছে ১৫ ব্যক্তি এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে ২৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭০ নমুনা পরীক্ষা করে ১৯৪টিতে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান এই তথ্য জানিয়েছেন।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৫২ দশমিক ৪৩ শতাংশ।

ফরিদপুরে মোট আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৬২৫ জন, সুস্থ হয়েছে ১১ হাজার ৪৬৭ জন।

ফরিদপুরে শনাক্ত রোগীদের মধ্যে মারা গেছে ২৩৪ জন।