কাপ্তাই হ্রদের তীরে ধসে পড়ল ৫ দোকান

রাঙামাটিতে কাপ্তাই হ্রদের তীরে আকস্মিকভাবে পাঁচটি দোকানঘর মাটি ধসে ভেঙে পড়েছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2021, 07:35 AM
Updated : 5 July 2021, 07:35 AM

এতে কেউ হতাহত না হলেও দোকানের জিনিসপত্র ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মো. কবির হোসেন বলেন, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় বৃষ্টিতে দোকানগুলোর নিচে মাটি নরম হয়ে যায়। সোমবার সকাল ১০টার দিকে হঠাৎ করেই দোকানের নিচের মাটি ধসে যায়। এতে দোকানগুলো ভেঙে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে উদ্ধার কাজে অংশ নেন।

জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দোকানগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তারা দোকানের অক্ষত মালপত্র উদ্ধারের চেষ্টা করছেন।

হঠাৎ ভেঙে পড়েছে বলা হলেও আগেই ফাটল দেখা দিয়েছিল বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানি মো. সেলিম মিয়া।

তিনি বলেন, টানা বৃষ্টির ফলে কয়েক দিন ধরে ফাটল দেখা দেয়। আজ সকালে তা ভেঙে পড়ে।

আরেক দোকানি সুভাষ মল্লিক বলেন, “ফাটল দেখা দেওয়ায় সকালে মালিককে জানালে তিনি নিজ দায়িত্বে সংস্কার করতে বলেন। আমরাও নিজে উদ্যোগে কাজ করার প্রস্তুতি নিই। কিন্তু তার আগেই দোকানগুলো ধসে পড়ে। ”