সাতক্ষীরায় অক্সিজেন বিঘ্নের মধ্যে মৃত্যুর ঘটনার তদন্ত শুরু

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সরবরাহে বিঘ্ন সৃষ্টির মধ্যে কোভিড রোগীর মৃত্যুর ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শরীফুল্লাহ কায়সার সুমন সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2021, 04:15 PM
Updated : 6 July 2021, 02:31 AM

রোববার দুপুরে দুই তদন্ত কর্মকর্তা হাসপাতালে এসেছেন বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান।

গত বুধবার কোভিড-১৯ ডেডিকেটেড এই হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন ইউনিটে বিপর্যয়ের মধ্যে কয়েকজন রোগী মারা গেছে।

এই ঘটনা তদন্তে মোংলা বন্দর হাসপাতালের সহকারী পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি কমিটি গটন করা হয়। কমিটির অপর সদস্য হলেন খুলনা মেডিকেল সাব ডিপোর সহকারী পরিচালক ডা. রফিকুল ইসলাম গাজী।

সাতক্ষীরা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা বলেন, রোববার দুপুরে দুই তদন্তকারী হাসপাতালে আসেন। তারা হাসপাতালের ২০ জন কর্মকর্তা-কর্মচারীর সাক্ষাৎকার শেষে বিকালে সাংবাদিকদের মুখোমুখী হন।

দ্রুত তারা মন্ত্রণালয়ে লিখিত রিপোর্ট জমা দেবেন বলে জানান। 

এদিকে সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন, এই ট্র্যাজিক ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, তিনিও কমিটির সাথে সাক্ষাৎ করেছেন। পরবর্তীতে রিপোর্ট পেলে বুধবারের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।