ঝালকাঠিতে কোভিডে নার্সসহ ৩ জনের মৃত্যু

ঝালকাঠিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদর হাসপাতালের এক সেবিকাসহ এক দিনে তিন জন প্রাণ হারিয়েছেন।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2021, 11:54 AM
Updated : 4 July 2021, 11:54 AM

জেলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী রোববার একথা জানান।

রতন কুমার জানান, শনিবার রাতে শহরের গুরুধাম এলাকার বাসা থেকে গুরুতর অবস্থায় জ্যেষ্ঠ সেবিকা কহিনুর বেগমকে (৫৬) সদর হাসপাতালে আনা হয়। এরপরই চিসিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ২৪ ঘণ্টায় জেলায় মারা যাওয়া অপর দুজন হলেন রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নের জগইরহাটের শাহ আলম হাওলাদার (৬৫) ও চারাখালী গ্রামের মাদ্রাস শিক্ষক সাইদুর রহমান (৫৯)।

এ নিয়ে জেলায় মোট ৩৯ জনের মৃত্যু এবং ১৯৫৯ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে বলে রতন কুমার জানান।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় শনাক্ত হার ৫২ শতাংশ বলেও তিনি জানান।

সিভিল সার্জন রতন কুমার ঢালী আরও বলেন, ঝালকাঠিতে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থার কাজ চলছে। সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা বেড রয়েছে ৩৫টি। আরও ২০টি বাড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

“এছাড়া, জেলার তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে করোনা বেড প্রস্তুত রয়েছে; রোগীদের জন্য পর্যাপ্ত সিলিন্ডার আক্সিজেনও আছে।”

সংক্রমণ বেড়ে যাওয়ার আগেই কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে আইসিইউ বেড স্থাপনের জন্য তাগাদা দেওয়া হয়েছে বলে সিভিল সার্জন জানান।