টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে চার জন প্রাণ হারিয়েছেন। নতুন ১৯৫ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2021, 10:09 AM
Updated : 4 July 2021, 10:09 AM

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন রোববার একথা জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে চার জন মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও সাত জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১২৫। মোট আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪০৪ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৯৭২ জন। জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে ৭৪ জন।

টাঙ্গাইল সদর হাসপাতালের  আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শফিকুল ইসলাম সজীব জানান, টাঙ্গাইলে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে সর্বমোট ১১৫ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ৪০ জন করোনায় আক্রান্ত। বাকি ৭৫ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে।