মাথাভাঙ্গা নদীতে ডুবে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2021, 03:21 PM
Updated : 3 July 2021, 03:44 PM

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নদী থেকে নিহতের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা।

নিহত মাইনুর রহমান মুন্না (৩০) চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের আব্দুল মোমিনের ছেলে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ এ (এআইইউবি) পড়াশোনা শেষে সেখানেই প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মো. রফিকুজ্জামান জানান, শনিবার দুপুরে দুই বন্ধুসহ মাইনুর রহমান মুন্না সিন্ডবি ঘাটে মাথাভাঙ্গা নদীতে গোছল করতে নামেন। তারা কেউই সাঁতার জানতেন না।

“নদীতে পানি বেড়ে যাওয়ায় বেশি স্রোত ছিল। এ সময় তিনজনই স্রোতে ভেসে যায়। মুন্নার বন্ধুরা কোনো রকমে তীরে উঠলেও তলিয়ে যান মুন্না।”

খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বাহিনী নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। খবর দেওয়া হয় খুলনার ডুবুরিদের। খুলনা থেকে ডুবরিরা এসে মুন্নার লাশ উদ্ধার করে।

রফিকুজ্জামান আরও বলেন, খবর পাওয়ার পর থেকেই আমরা খোঁজাখুঁজি শুরু করি। ইতিমধ্যেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল খুলনা থেকে এসে নদী থেকে লাশ উদ্ধার করে।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে বলে জানান তিনি।