মুন্সীগঞ্জে এলজিইডি’র সড়ক ‘দখল করে দেয়াল নির্মাণ’

মুন্সীগঞ্জের শ্রীনগরে এলজিইডি’র একটি পাকা সড়ক দখল করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগ উঠেছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2021, 03:01 PM
Updated : 3 July 2021, 03:01 PM

উপজেলার রাঢ়িখাল নতুন বাজার নাগরনন্দি খালপাড় এলাকায় পিচঢালা সড়ক দখলের এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, নতুন বাজার, নাগরনন্দি, বালাশুর ও উত্তর কামারগাঁও এলাকার মানুষের চলাচলে গুরুত্বপূর্ণ পাকা সড়কটির উত্তর বালাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন সামান্য পশ্চিম পাশে রাস্তার ঢালাইয়ের ওপরের অংশে এ দেয়াল নির্মাণ করা হয়েছে।

রাঢ়িখাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খালপাড়ের সৌদি প্রবাসী সিরাজের স্ত্রী জুলেখা বেগম জানান, রাস্তার দুই পাশেই তার জায়গা। তাই এভাবে দেয়াল নির্মাণ করেছেন।

কথা প্রসঙ্গে তিনি বলেন, “সরকার যদি দেয়াল ভেঙে দেয় তাহলে দিবে।”

স্থানীয় এক ইউপি সদস্যসহ এলাকাবাসী জানায়, দেয়ালটি নির্মাণের সময় ঘটনাস্থলে ভূমি ও স্থানীয় জনপ্রতিনিধিরা এসে সড়ক থেকে ৩ ফুট দূরে প্রাচীর নির্মাণ করতে বলে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী বলেন, “আমি সরেজমিনে গিয়ে ৩ ফুট রাস্তার জায়গা ছেড়ে দেয়ালটি নির্মাণের জন্য বলে এসেছি।

“আমি অবাক হচ্ছি তারপরও কীভাবে অবৈধভাবে দেয়াল নির্মাণ কাজ সম্পন্ন হয়!”

তবে রাঢ়িখাল ভূমি উপসহকারী কর্মকর্তা উত্তম কুমার এ দেয়াল নির্মাণের বিষয়ে অবগত নন উল্লেখ করে বলেন, “সরেজমিনে তদন্ত করে ঊধ্বর্তন কর্মকর্তাকে প্রতিবেদন দেব।”