লকডাউন: নীলফামারীতে ১৯ জনের কারাদণ্ড

কঠোর লকডাউনেরে তৃতীয় দিনে বিধিনিষেধ উপেক্ষা করে চলাফেরার দায়ে নীলফামারীতে ১৯ জনকে বিনাশ্রমক কারাদণ্ড এবং ৩১ জনকে জরিমনা করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2021, 02:19 PM
Updated : 3 July 2021, 02:19 PM

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং উপজেলা প্রশাসন যৌথভাবে বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে ভ্রাম্যমাণ আদালতে এসব জেল-জরিমানা করে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট রমিজ আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম বলেন, যারা লকডাউনের বিধিনিষেধ অমান্য করছেন তাদের আইনের আওতায় নিয়ে জেল-জরিমানা করা হচ্ছে।

শনিবার ভ্রাম্যমাণ আদালতে ৪০ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১৯ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩১ জনকে ৩৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয় বলেন তিনি।

লকডাউনের বিধিনিষেধ না মানায় প্রথম দুই দিনে জেলার ছয় উপজেলায় নয়টি ভ্রাম্যমাণ আদালতে ৯৫টি মামলায় এক লাখ ২৪ হাজার ৬০০ টাকা জরিমানা আদায়সহ একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ বেগ।