কোভিড: বগুড়ায় ৬ জনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ছয়জন মারা গেছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2021, 09:10 AM
Updated : 3 July 2021, 09:10 AM

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ার দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট ৪১৬ জনের মৃত্যু হল।

মৃতদের মধ্যে বগুড়া সদরের আলী জাহিদ (৭০), সাহেরা বেওয়া (৭০) ও নওগাঁর মতিন চৌধুরী সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বাকিরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)হাসপাতালে মারা গেছেন বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানালেও তাদের নাম পরিচয় নিশ্চিত করেতে পারেনি ।

মোস্তাফিজুর বলেন, ২ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৯৩ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯ নমুনায় ১৯ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ১৪ হাজার ১৮৫ জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ৮৩৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৯৩২ জন।