মৌলভীবাজারে নারী-শিশুসহ ১৪ রোহিঙ্গা আটক

মৌলভীবাজার শহরে ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ; যাদের মধ্যে ছয় জন শিশু রয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2021, 07:51 PM
Updated : 2 July 2021, 07:51 PM

শুক্রবার রাতে শ্রীমঙ্গল রোডে ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। 

রাত ১১টায় মৌলভীবাজার মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, গত ২৭ জুন চট্টগ্রাম থেকে ছয় শিশুসহ রোহিঙ্গাদের দলটি কাজের খোঁজে মৌলভীবাজার আসে।

“কাজ না পেয়ে শুক্রবার সন্ধ্যায় অন্যত্র কাজের সন্ধানে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।”

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান জানান, আটকের পর এদের মৌলভীবাজার মডেল থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তারা অস্বীকার করলেও পরে নিশ্চিত হওয়া যায় এরা রোহিঙ্গা।

“জিঙ্গাসাবাদে তারা জানায়- কক্সবাজারের কুতুপালং ও বালুখালি ক্যাম্প থেকে বের হয়ে প্রথমে চট্টগ্রাম আসে, সেখান থেকে মৌলভীবাজার আাসে।” 

তিনি আরও বলেন, এদের সঙ্গে আরও কোনো টিম এসেছে কিনা, কারা তাদের এখানে আসতে উৎসাহিত করেছে প্রত্যেকটি বিষয়ই জানার চেষ্টা করা হচ্ছে।