লকডাউন: নেত্রকোণায় লাখ টাকা অর্থদণ্ড

করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেশজুড়ে কঠোর লকডাউনের প্রথম দিনে নেত্রকোণায় ১৭৯ জনকে এক লাখ ৫ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2021, 02:39 PM
Updated : 1 July 2021, 02:39 PM

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  জেলার বিভিন্নস্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিধিনিষেধ না মানায় ১৭৯টি মামলায় এ অর্থদণ্ড দেয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ জানান, অযথা ঘর থেকে বের হয়ে ঘোরাফেরা করা, অপ্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হওয়া, মাস্ক না পরা, স্বাস্থ্যবিধি না মানাসহ লকডাউনে আরোপিত বিধিনিষেধ অমান্য করার দায়ে তাদেরকে জরিমানা করা হয়।

তিনি আরও জানান, জেলা শহরসহ ১০ উপজেলায় ২৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্বাহী হাকিমরা।

শতভাগ লকডাউন বাস্তবায়নে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানান তিনি।