বেনাপোলে ‘ফোন করলে মিলছে বিনামূল্যে অক্সিজেন’

বেনাপোলে কোভিড রোগীদের শ্বাসকষ্টে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছেন এক পরিবহন ব্যবসায়ী।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2021, 02:19 PM
Updated : 1 July 2021, 02:19 PM

৩১টি অক্সিজেন সিলিন্ডার কিনে ব্যবসায়ী কবির উদ্দিন গাজি এসব বিতরণ করছেন।

কবির উদ্দিন গাজি জানান, ফোন পেলেই অক্সিজেন সিলিন্ডার কোভিড রোগীর বাড়িতে পৌঁছে দিচ্ছেন। অক্সিজেন ফুরিয়ে গেলে আবার সিলিন্ডারে ভরে দিয়ে আসছেন।

এছাড়া বেনাপোল পৌরসভার অক্সিজেন ব্যাংকে ১০টি এবং বেনাপোল ট্র্যান্সপোর্ট মালিক সমিতি অফিসে ৫টি সিলিন্ডার দিয়েছেন। কারো প্রয়োজন হলে ‘শুধুমাত্র ফোন করলেই গন্তব্যে পৌঁছে যাবে’ এসব অক্সিজেন সিলিন্ডার।

বেনাপোলের ছোটআচঁড়া মোড়ে 'গাজি ট্রান্সপোর্ট এজেন্সির' কার্যালয়ে কবির উদ্দিন গাজি বলেন, খবরে দেখলাম বেনাপোলে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে। বিবেকের তাড়নায় সাধ্যমত যতটুকু পেরেছি বেনাপোল পৌরবাসীদের সেবার জন্য নিয়ে এসেছি। যদি অন্যকোনো কাজে সাহায্য করতে পারি আমি সেটুকু করার চেষ্টা করব।