কুষ্টিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে ২ সাংবাদিক কারাগারে

কুষ্টিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় দুই সাংবাদিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2021, 10:00 AM
Updated : 1 July 2021, 10:35 AM

সদর থানার ওসি সাব্বিরুল আলম জানান, গ্রেপ্তারের পর বুধবার বিকালে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেরার নলখোলা পাটিকাবাড়ি গ্রামের মুন্সী মখলেসুর রহমানের ছেলে শাহীন আহমেদ জুয়েল (৪২) ও কুষ্টিয়া শহরের থানাপাড়ার এসভিপি সড়কের অখিল কৃষ্ণশীলের ছেলে অঞ্জন কুমার শীল শুভ (২৮)।

তবে তারা কোন পত্রিকার সাংবাদিক তা বলতে পারেনি পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, ‘ভয়েস অফ কুষ্টিয়া’ নামে একটি অনলাইন পোর্টালের প্রকাশক ও সম্পাদক শাহীন। আর শুভ তার বার্তা সম্পাদক।

ওসি বলেন, “কুষ্টিয়া মেডিকেল কলেজে রডের পরিবর্তে বাঁশ ও কাঠ ব্যবহার করা হয়েছে বলে একটি সংবাদ প্রকাশ করে ফেইসবুকে ছেড়েছেন শাহিন ও শুভ। ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে।”

সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু এই মামলা করেছেন বলে জানান ওসি সাব্বিরুল আলম।