ময়মনসিংহ মেডিকেলে আরও ৮ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2021, 08:47 AM
Updated : 1 July 2021, 08:47 AM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর মধ্যে চারজন আক্রান্ত ছিলেন ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।   

আক্রান্ত হয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের ভালুকার সাহেরা খাতুন (৬৫), শেরপুর সদর উপজেলার কাজি নজরুল (৭৫), নেত্রকোণা সদর উপজেলা রাজিয়া খাতুন (৫২) ও কিশোরগঞ্জের বাজিতপুরের আবেদ আলী (৫২)।

আর ময়মনসিংহ সদরের মজিবুর রহমান (৬৫), জেলার মুক্তাগাছা উপজেলার মাহবুব আলম (৪৫), শেরপুর সদর উপজেলার জিন্নাত (৩৪) ও নেত্রকোণা সদর উপজেলার আলেয়া খাতুন (৩০) উপসর্গ নিয়ে মারা গেছেন।

ডা. মহিউদ্দিন বলেন, ময়মনসিংহ হাসপাতালে নতুন করে ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ বাড়ি ফিরেছেন ২৯ জন এবং কোভিড ইউনিটে চিকিৎসাধীন আছেন ২২২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৪৪৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১২৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন মোহাম্মদ নজরুল ইসলাম জানান।