নীলফামারী বিদ্যুতের স্মার্ট মিটার বসানো শুরু

নীলফামারী জেলা দিয়ে রংপুর বিভাগে বিদ্যুতের ‘স্মার্ট মিটার’ বসানো শুরু হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2021, 02:55 PM
Updated : 30 June 2021, 02:55 PM

বুধবার বিকালে জেলা শহরের ফুট অফিস সড়কে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বাসভবনে প্রথম মিটার বসানোর মধ্য দিয়ে বিনামূল্যে মিটার পরিবর্তনের কার্যক্রম উদ্বোধন হয়।

স্মার্ট প্রি প্রেমেণ্ট মিটারের গ্রাহকরা ঘরে বসে বিকাশ, রকেট, নগদসহ যেকোনো মাধ্যমে বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবেন বলে জানান এ অনুষ্ঠানের সভাপতি নেসকো নীলফামারী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নওশাদ আলম।

এই প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান দেওয়ান বলেন, “রংপুর বিভাগের মধ্যে নীলফামারীতেই প্রথম এই কার্যক্রমের সূচনা হল।”

প্রথমে নীলফামারী জেলা সদর এবং সৈয়দপুর উপজেলাকে এ প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে। জেলা সদরের ৩০ হাজার এবং সৈয়দপুর উপজেলার ৪৩ হাজার গ্রাহকের বাড়িতে এ মিটার বসানো হবে বলে জানান তিনি।

ভার্চ্যুয়ালি এ কার্যক্রম উদ্বোধন করে সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেন, স্মার্ট প্রি-প্রেমেন্ট মিটার স্থাপনের ফলে আর মানুষকে বিল নিয়ে ভোগান্তির শিকার হতে হবে না।