নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নীলফামারীর ডোমার উপজেলায় সেচযন্ত্রের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2021, 01:48 PM
Updated : 30 June 2021, 01:48 PM

বুধবার বেলা ৩টার দিকে উপজেলার নিমজখানা নন্দীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ওই গ্রামের কৃষক ফণীভুষণ রায় (৫৫) এবং তার স্ত্রী বীরো বালা (৪৫)।

ডোমার থানার পরিদর্শক মোস্তাফিজার রহমান বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে কোঁদাল দিয়ে বাড়ির অদূরে কৃষি জমির পাড় ঠিক করছিলেন ফণী ভুষণ।

এক পর্যায়ে জমিতে পড়ে থাকা সেচযন্ত্রের বৈদ্যুতিক ছেড়া তারে জড়িয়ে চিৎকার দেন তিনি। বীরো বালা তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে দুজনেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। এসময় সেখানে স্থানীয় বিকাশ চন্দ্র রায়ের একটি গরু বাঁধা ছিল। সেটিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

নিহতদের বড় ছেলে পরিমল রায় (২০) বলেন, “আমার বাবা সেচযন্ত্রের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবার চিৎকারে মা ছুটে যান। বাবাকে বাঁচাতে গিয়ে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাও মারা যান।”

নীলফামারীর ডোমারের বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, স্থানীয়রা ওই সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে। ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।