কোভিড-১৯: চুয়াডাঙ্গায় মারা গেছে ৭ জন

করোনাভাইরাস আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় এক দিনে আরও সাত জন মারা গেছে; আক্রান্ত হয়েছে ৫৩ জন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2021, 10:59 AM
Updated : 30 June 2021, 10:59 AM

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরাম একথা জানান।

তিনি বলেন, গত চার দিনে জেলায় ২৪ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন। তারা সবাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা যান। 

“গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জন করোনায় এবং উপসর্গ নিয়ে চার জন মারা গেছেন। মারা যাওয়া সকলেই সদর হাসপাতালের রেড জোন ও ইয়েলো জোনে ভর্তি ছিলেন।”

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩১৯ জন। গত এক সপ্তাহে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল শতকরা ৪৫ ভাগ। জেলায় এ পর্যন্ত মোট মারা গেছেন ১০০ জন।

সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের সক্ষমতা ধীরে ধীরে বাড়ছে। ইতিমধ্যে আরও নতুন ২০ জন সিনিয়র স্টাফ নার্স পাওয়া গেছে। অক্সিজেন সংক্রান্ত সক্ষমতাও বেড়েছে।