সুনামগঞ্জে প্রায় এক মাস পর মিলল নিখোঁজ মাঝির লাশ

সুনামগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজ মাঝির লাশ ঘটনার প্রায় এক মাস পর উদ্ধার হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2021, 04:31 PM
Updated : 29 June 2021, 04:31 PM

মঙ্গলবার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া বড়টেক খেয়াঘাট সংলগ্ন এলাকায় পাহাড়ি ঢলের পানিতে ওই মাঝির লাশ পাওয়ার কথা জানায় পুলিশ।

এছাড়া উপজেলার বাদাঘাট ইউনিয়নের বলদার হাওর থেকে আরও একটি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ সরদার জানান, গত ৩১ মে সীমান্ত নদী যাদুকাটায় নৌকা ডুবে নিখোঁজ হন মাঝি হারিছ মিয়া। খোঁজাখুজি করেও তার মৃতদেহ উদ্ধার সম্ভব হয়নি।

মঙ্গলবার বিকেলে ঘাগটিয়া বড়টেক খেয়াঘাট সংলগ্ন এলাকায় পাহাড়ি ঢলের পানিতে হারিছের ক্ষত-বিক্ষত লাশ ভেসে ওঠে। স্থানীয়রা খবর দিলে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, বলদার হাওর থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির লাশটি ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।