সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে ভাঙন

সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2021, 12:27 PM
Updated : 29 June 2021, 12:27 PM

মঙ্গলবার দুপুরে জেলা শহরের পুরাতন জেলখানা ঘাটের কাছে হঠাৎ ভাঙন শুরু হয় বলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান।

তিনি জানান, ইতোমধ্যে পাশাপাশি তিনটি স্থানে প্রায় ২৫০ মিটার বাঁধ নদীতে বিলীন হয়েছে, যা দ্রুত আরও বাড়ছে। ভাঙন রোধে ঘটনাস্থলে বালি ভর্তি জিওব্যাগ ও ব্লক ফেলা হচ্ছে।
শফিকুল ইসলাম বলেন, “দুই দিন আগেও আমরা এই স্থানটির ভালো অবস্থা দেখেছি। টানা বর্ষণ ও নদীর পানির প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে বাঁধের নিচ থেকে মাটি সরে গিয়ে আজ হঠাৎ ধস দেখা দিয়েছে।”
এদিকে, বাঁধের ভাযনের সংবাদে শহরজুড়ে আতংক ছড়িয়ে পড়েছে। শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমিয়েছে।
জেলা প্রশাসক ফারুক আহাম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলী হাসান ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।