সিলেট সীমান্তে ‘নাইজেরীয়’ নাগরিক আটক

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে এক ‘নাইজেরীয়’ নাগরিক আটক হয়েছেন, যিনি ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ চেষ্টা করছিলেন বলে বিজিবি জানিয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2021, 11:25 AM
Updated : 29 June 2021, 11:25 AM

সোমবার রাত সাড়ে ৯টার দিকে তামাবিল স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল।

আটক ৩১ বছর বয়সী এই যুবকের নাম ‘ওনিবুকুউ স্ট্যানলি ইজিডাব্লু’। তার পাসপোর্ট নম্বর A10342855।

লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে ভারত থেকে এক নাইজেরীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। এমন খবরে একদল বিজিবি তামাবিল স্থলবন্দরের পেছন দিকে অবস্থান নেয়।

“রাত সাড়ে ৯টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে ওই নাইজেরীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।”

আটক যুবককে জিজ্ঞাসাবাদ চলছে; তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।