কোভিড: মেহেরপুরে একদিনে ৩ মুক্তিযোদ্ধার মৃত্যু

মেহেরপুরে করোনাভাইরাসে একদিনে তিন মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2021, 10:01 AM
Updated : 29 June 2021, 10:01 AM

এরা হলেন- সদর উপজেলার পিরোজপুর গ্রামের আবুর হায়াত (৭০), গাংনী জুগিন্দা কুচুইখালী গ্রামের নাজের আলী (৬৫) ও গাংনী বামুন্দী গ্রামের রওশন আলী (৭০)।

মেহেরপুর সিভিল সার্জন নাসির উদ্দিন জানান, বীর মুক্তিযোদ্ধা রওশন আলী নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান।

বাকি দুই বীর মুক্তিযোদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনদিন আগে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাদের মৃত্যু হয়।

এ নিয়ে গত ২ মাসে মেহেরপুরে নয়জন বীর মুক্তিযোদ্ধা করোনাভাইরাসে প্রাণ হারালেন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মোট ৪৭ জন মারা গেছে বলে জানান তিনি।

মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায়  (সোমবার সকাল ১০টা থেকে মঙ্গলবার ১০টা পর্যন্ত) ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৮১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্য ৪৮৪ জনে দাঁড়াল। এছাড়া মেহেরপুর জেনারেল হাসপাতলের কোভিড ইউনিটে ৯০ জন রোগী ভর্তি রয়েছে।