মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2021, 09:29 AM
Updated : 29 June 2021, 09:29 AM

মেহেরপুর জেনারেল হাসপাতালে মঙ্গলবার দুপুরে ওই কৃষকের মৃত্যু হয় বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বেলাল হোসেন সুমন জানান।

মৃত জিয়ারুল ইসলামের (৫৫) বাড়ি মেহেরপুর সদর কুতুবপুর ইউনিয়নের উপজেলার উজলপুর গ্রামে।

এই সময় একই গ্রামের মফিজুল ইসলাম (৪৫) ও হাবিব উদ্দিন (৪০) নামে আরও দুই কৃষক আহত হয়েছেন। তাদেরও মেহেরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় আকাশ মেঘাছন্ন ছিল। এর মধ্যেই মাঠে একসঙ্গে ৮ জন ধানের চারা উত্তোলনের কাজে করছিলেন। সকাল ১০টার পর থেকে মুষুলধারে বৃষ্টি শুরু হয়। ১২টার দিকে হটাৎ বজ্রপাত হয়।

এ সময় জিয়ারুল অদূরে একটি ফাঁকা জায়গায় ধানের চারা বপনের কাজ করছিলন। ওই সময় বজ্রপাতে জিয়ারুল ঘটনাস্থলেই মারা যান।

চিকিৎসক বেলাল বলেন, বজ্রপাতে জিয়ারুল ঘটনাস্থলেই মারা গেছেন। আর আহতদের শরীরের কিছু কিছু অংশ পুড়ে গিয়েছে।