ফতুল্লায় সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

‘আধিপত্য বিস্তারের জেরে’ নারায়ণগঞ্জ শহরে দুই দলের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন; গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2021, 06:12 PM
Updated : 28 June 2021, 06:12 PM

সোমবার রাতে চাষাঢ়া রেল স্টেশন এলাকায় এই সংঘর্ষ চলাকালে ২০ থেকে ২৫টি দোকানে ভাংচুরও করা হয় বলে পুলিশ জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, গত রোববার রাতে শহরের চাষাঢ়া রেল স্টেশন এলাকায় ‘আধিপত্য বিস্তার’ ও ‘মাদক ব্যবসার নিয়ন্ত্রণ’ নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে মারামারি হয়। ওই মারামারির ঘটনায় সোমবার রাতে চাষাঢ়া রেল স্টেশন এলাকায় দুই গ্রুপের লোকজন বিষয়টি নিয়ে মীমাংসার জন্য বসে।

“সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ফের মারামারি শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একে অপরের উপর লাঠিসোটা ও ধারালো অস্ত্রে নিয়ে হামলা চালায়। এই সময় ধারালো অস্ত্রের আঘাতে অজ্ঞাত ৪০ বছর বয়সী এক জন ঘটনাস্থলে মারা যান।”

তিনি জানান, এই সময় চার জন গুরুতর আহত হয়েছেন; তাদের মধ্যে তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষেকালে দুই পক্ষের লোকজন চাষাঢ়া রেল স্টেশন এলাকা থেকে ইসদাইর পর্যন্ত ওই সড়কের দুপাশের দোকানে ধারালো অস্ত্রে নিয়ে এলোপাথাড়ি কোপায়, হামলা ও ভাংচুর চালায় বলে ওসি জানান।

“তবে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি আধিপত্য বিস্তারের জের ধরে এই ঘটনা ঘটেছে।”

তবে তদন্তের পর কী কারণে ওই ঘটনা ঘটেছে তা জানা যাবে বলে তিনি জানান।