নাটোরে রাণীক্ষেতে একদিনে মরল দেড় হাজার মুরগি

রাণীক্ষেত রোগে নাটোরের বড়াইগ্রামে এক দিনে এক খামারির দেড় হাজার মুরগি মারা গেছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2021, 04:33 PM
Updated : 28 June 2021, 04:33 PM

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু বলেন, রোববার রাত ও সোমবারের মধ্যে উপজেলার জোয়াড়ি গ্রামে এসব মুরগি মারা যায়।  

মুরগি খামারি আবু সাঈদ বলেন, সম্প্রতি সরকারের কাছ থেকে পাওয়া দুই কক্ষের ঘরে তিনি মুরগির খামার করেন। ঋণ করে দেড় হাজার মুরগির বাচ্চা কিনে এনে পালন শুরু করেন। মুরগিগুলোর বয়স হয়েছিল ৪৫ দিন। প্রতিটির ওজন হয় ৭০০ থেকে ৮০০ গ্রাম। আর কিছুদিন বাদেই মুরগি বিক্রি করা যেত।

“হঠাৎ রোববার থেকে এক এক করে খামারের মুরগি অসুস্থ হতে থাকে। সোমবার দুপুরের মধ্যে সব মুরগি মারা যায়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।”

প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু আরও বলেন, মারা যাওয়া মুরগির ময়নাতদন্তে নিশ্চিত হওয়া গেছে যে রাণীক্ষেত রোগে মুরগিগুলোর মৃত্যু হয়েছে। মুরগিকে রাণীক্ষেত রোগের প্রথম টিকা দিলেও দ্বিতীয় ডোজ দেওয়া হয়নি; তাই বাঁচানো যায়নি।