ময়মনসিংহে কোভিড ইউনিটে আরও ৮ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2021, 09:13 AM
Updated : 28 June 2021, 09:13 AM

রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত তারা মারা যান বলে হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট ও কোভিড-১৯ ফোকাল পারসন মহিউদ্দিন খান মুন জানান।

তিনি বলেন, আটজনের তিনজন আইসিইউতে ছিলেন। আটজনের বয়স ৪৫ থেকে ৭৫ বছরের মধ্যে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩১ জন কোভিড-১৯ রোগী ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন আইসিইউতে ১১ জনসহ মোট ১৯৩ জন চিকিৎসাধীন আছেন।

জেলার সিভিল সার্জন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, রোববার জেলায় শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৮৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৭ দশমিক ৬২ শতাংশ।

শনিবার সকাল ৮ থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালটিতে মৃত্যু হয় ১০ জনের।

সংক্রমণ রোধে জেলায় মাইকিং করা হচ্ছে, পোস্টার লাগানো হচ্ছে, লিফলেট ও জনসচেতনতামূলক সভা করা হচ্ছে। তবু সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বিশেষ বৃদ্ধি পায়নি বলে জেলার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।