কুমিল্লায় বাস উল্টে চালক ও সহকারী নিহত

কুমিল্লায় ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ বাস উল্টে চালক-সহকারী নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন সুপারভাইজারসহ পাঁচজন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2021, 08:16 AM
Updated : 28 June 2021, 08:16 AM

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সালেহ্ আহম্মেদ জানান, সোমবার সকালে চান্দিনা স্টেশন এলাকায় তারা হতাহত হন।

নিহতরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নজিরপুর গ্রামের বাসচালক আব্দুল মতিন (৫৫) ও তার সহকারী রিফাত মিয়া (২০)।

ফাঁড়ির এএসআই আলী বলেন, “দাউদকান্দি থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও সহকারী নিহত হন।”

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে হতাহতের উদ্ধার করেন। আহত চার যাত্রীকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানান পরিদর্শক সালেহ্ আহম্মেদ।

তিনি বলেন, তাছাড়া বাসের সুপারভাইজারকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় পড়া বাসটি উদ্ধার করা হয়েছে।